আপনার কি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে?
মাঝে মাঝে মনে হয়, “ইশ! যদি এমন কোনো জাদুর কাঠি থাকত যা দিয়ে এই কাজগুলো আরও দ্রুত আর সহজে করে ফেলা যেত?”আপনার এই আফসোস দূর করার জন্যই আজকের এই লেখা। কোনো জাদুর কাঠি না থাকলেও, এমন কিছু স্মার্ট টুলস আছে যা আপনার সাধারণ Google Chrome ব্রাউজারকেই বানিয়ে ফেলতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের এক সুপার পাওয়ার হাউস। এই টুলসগুলোকে বলা হয় Chrome Extensions ।ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions যেমন সময় বাঁচায় তেমনি প্রোডাক্টিভিটি বাড়ায়।
এই আর্টিকেলে আমরা এমন ১৫টি সেরা ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions নিয়ে কথা বলব যা আপনার কাজের গতি শুধু বাড়াবেই না, আপনাকে একজন সাধারণ মার্কেটার থেকে স্মার্ট মার্কেটারে পরিণত করবে। চলুন, আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই সিক্রেট টুলসগুলো সম্পর্কে।
ডিজিটাল মার্কেটারদের জন্য সেরা Chrome Extensions যা আপনার সময় বাঁচাবে
এখানে এমন কিছু এক্সটেনশনের তালিকা দেওয়া হলো যা আমরা নিজেরা প্রতিদিন ব্যবহার করি এবং যা আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে দারুণভাবে সাহায্য করবে।আমাদের মনে হয় ডিজিটাল মার্কেটারদের জন্য এই Chrome Extensions গুলো life কে আরও easy করে দিবে
1. Facebook Pixel Helper
এটা কেন দরকার?
- নিজের ওয়েবসাইটের জন্য: আপনার ওয়েবসাইটে Pixel Code ঠিকমতো ইনস্টল হয়েছে কি না বা PageView, AddToCart, Purchase-এর মতো ইভেন্টগুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কি না, তা সহজেই চেক করতে পারবেন।
- কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য: আপনার কোনো কম্পিটিটর, যেমন বাংলাদেশের কোনো বড় ই-কমার্স সাইট (যেমন: Daraz, Chaldal), তাদের ওয়েবসাইটে কী কী ইভেন্ট ট্র্যাক করছে, তা আপনি এই টুল দিয়ে দেখে নিতে পারবেন। এতে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে সুবিধা হবে।
2. Grammarly
ক্লায়েন্টের সাথে ইমেইলে কথা বলা, বিজ্ঞাপনের জন্য কপি লেখা কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করা প্রতিটি ক্ষেত্রেই নির্ভুল ইংরেজি লেখাটা জরুরি। Grammarly আপনার লেখা থেকে গ্রামারের ভুল, বানান ভুল এবং অন্যান্য ত্রুটি খুঁজে বের করে তা ঠিক করতে সাহায্য করে। এটি আপনার লেখার মান বাড়িয়ে তোলে এবং প্রফেশনালিজম বজায় রাখতে সাহায্য করে।
3. Google Tag Assistant Legacy
Facebook Pixel-এর মতো Google-এরও ট্র্যাকিংয়ের জন্য নিজস্ব ট্যাগ রয়েছে, যেমন Google Analytics, Google Ads Conversion Tracking, এবং Remarketing Tag। এই এক্সটেনশনটি ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions এর একটি গুরুত্বপূর্ণ টুল, যা দিয়ে আপনি যেকোনো ওয়েবসাইটে ইনস্টল করা Google-এর ট্যাগগুলো ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করতে পারবেন।
ট্যাগগুলো সবুজ (সঠিকভাবে কাজ করছে), নীল (কিছু পরামর্শ আছে), বা লাল (ত্রুটি আছে) রঙে দেখায়, যা আপনাকে দ্রুত সমস্যা সমাধানে সাহায্য করে।
4. Wappalyzer
কখনো কি জানতে ইচ্ছে করেছে আপনার পছন্দের কোনো ওয়েবসাইট কোন টেকনোলজি দিয়ে বানানো? Wappalyzer হলো সেই টুল যা আপনাকে যেকোনো ওয়েবসাইটের পেছনের টেকনোলজিগুলো দেখিয়ে দেয়।
কী কী জানতে পারবেন?
- ওয়েবসাইটটি কোন CMS দিয়ে তৈরি (যেমন: WordPress, Shopify)।
- কী কী অ্যানালিটিক্স টুল ব্যবহার করা হচ্ছে (যেমন: Google Analytics, Hotjar)।
- কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার হচ্ছে (যেমন: Stripe, SSLCOMMERZ)।
- কোনো বিশেষ প্লাগইন বা JavaScript লাইব্রেরি ব্যবহার হচ্ছে কি না।
কম্পিটিটরদের টেকনোলজি স্ট্যাক সম্পর্কে ধারণা পেতে এটি একটি অসাধারণ টুল।
5. TubeBuddy
আপনি যদি ইউটিউবার হন বা ক্লায়েন্টের জন্য YouTube SEO নিয়ে কাজ করেন, তাহলে TubeBuddy আপনার সেরা বন্ধু হতে পারে। এই এক্সটেনশনটি আপনাকে ভিডিওর SEO score, ব্যবহৃত ট্যাগ, এবং কম্পিটিটরদের ভিডিও পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। এটি keyword research এবং ভিডিও অপটিমাইজেশনের জন্য অত্যন্ত কার্যকর।
6. Similar Sites
নাম দেখেই বোঝা যাচ্ছে এর কাজ কী। আপনি যে ওয়েবসাইটে আছেন, ঠিক সেই ধরনের বা তার সাথে সম্পর্কিত অন্যান্য ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে এই এক্সটেনশনটি সাহায্য করে। এটি কম্পিটিটর রিসার্চ এবং নতুন মার্কেট খুঁজে বের করার জন্য বেশ উপকারী।
7. Redirect Path
SEO-এর জগতে Redirect একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো URL পরিবর্তন করা হলে পুরনো URL থেকে নতুন URL-এ যে Redirect (যেমন: 301 Redirect) করা হয়, তা ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করার জন্য এই টুলটি ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions এর একটি অপরিহার্য টুল। এক ক্লিকেই আপনি একটি পেজের সম্পূর্ণ Redirect চেইন দেখতে পারবেন।
8. MozBar
SEO নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে DA (Domain Authority) এবং PA (Page Authority) খুবই পরিচিত দুটি মেট্রিক। MozBar এক্সটেনশনটি আপনাকে যেকোনো ওয়েবসাইটের DA, PA এবং অন্যান্য SEO মেট্রিকস সরাসরি Google সার্চ রেজাল্ট পেজেই (SERP) দেখিয়ে দেয়। এতে কম্পিটিটরদের শক্তি বুঝতে এবং আপনার নিজের সাইটের পারফরম্যান্স ট্র্যাক করতে সুবিধা হয়।
9. Evernote Web Clipper
অনলাইনে রিসার্চ করার সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল, ছবি বা তথ্য পাই যা পরে কাজে লাগতে পারে। Evernote Web Clipper দিয়ে আপনি যেকোনো ওয়েবসাইটের পুরো আর্টিকেল, নির্দিষ্ট অংশ বা শুধু একটি ছবি আপনার Evernote অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারবেন। এটি আপনার ডিজিটাল নোটবুকের মতো কাজ করে।
10. Data Layer Checker
যারা Google Tag Manager (GTM) নিয়ে অ্যাডভান্স লেভেলের কাজ করেন, তাদের জন্য এই টুলটি ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। ওয়েবসাইটের dataLayer-এ কী কী তথ্য আসছে, যেমন প্রোডাক্টের নাম, দাম, ক্যাটাগরি ইত্যাদি, তা এই এক্সটেনশন দিয়ে সহজেই দেখা যায়। এটি ই-কমার্স ট্র্যাকিং সেটআপ এবং ডিবাগ করার জন্য অপরিহার্য।
11. SEO META in 1 CLICK
যেকোনো ওয়েবপেজের On-page SEO ফ্যাক্টরগুলো এক ক্লিকে দেখার জন্য এটি একটি চমৎকার টুল।
কী কী তথ্য দেয়?
- Title এবং Meta Description
- URL এবং Meta Canonical
- Headers (H1, H2, H3…)
- ছবিতে Alt text আছে কি না
- পেজে কতগুলো লিঙ্ক আছে
দ্রুত কোনো পেজের SEO অডিট করতে এর জুড়ি নেই।
12. ColorZilla
ওয়েব ডিজাইন বা গ্রাফিক্সের কাজ করার সময় অনেক সময় কোনো ওয়েবসাইটের একটি নির্দিষ্ট রঙ পছন্দ হয়ে যায়। ColorZilla হলো এমন একটি টুল যা ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions এর মধ্যে অন্যতম জনপ্রিয়। এর মাধ্যমে আপনি ওয়েবের যেকোনো জায়গা থেকে কালার পিক করে তার Hex Code বা RGB ভ্যালু সহজেই জানতে পারবেন।
13. Web Paint
আপনি যদি টিউটোরিয়াল তৈরি করেন বা লাইভ ক্লাসে কাউকে স্ক্রিন শেয়ার করে কিছু বোঝাতে চান, তাহলে এই এক্সটেনশনটি আপনার খুব কাজে দেবে। এটি দিয়ে আপনি যেকোনো ওয়েবপেজের উপরেই পেনসিলের মতো আঁকতে, লিখতে বা কোনো কিছু হাইলাইট করতে পারবেন।
14. Microsoft Clarity
আপনার ওয়েবসাইটে ভিজিটররা এসে কী করছে, কোথায় ক্লিক করছে, বা কোন অংশে বেশি সময় দিচ্ছে এসব জানতে Microsoft Clarity একটি চমৎকার ফ্রি টুল। এই এক্সটেনশনটি ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টুল, যা আপনাকে দ্রুত আপনার Clarity ড্যাশবোর্ডে থাকা Heatmaps এবং Session Recordings দেখতে সাহায্য করে।”
15. Redirect Path
এই টুলটি SEO এক্সপার্টদের জন্য একটি লাইফ-সেভার। কোনো ওয়েবসাইটে একটি লিঙ্কে ক্লিক করার পর সেটি যদি অন্য কোনো লিঙ্কে চলে যায় (Redirect), তাহলে তার পেছনের কারণ কী এবং কী ধরনের Redirect (301, 302) ব্যবহার করা হয়েছে তা এই এক্সটেনশনটি দেখিয়ে দেয়। টেকনিক্যাল SEO অডিটের সময় এটি খুব কাজে আসে।
একনজরে সব এক্সটেনশন
আপনার সুবিধার জন্য ডিজিটাল মার্কেটারদের জন্য সেরা সব chrome extensions এবং এখানে এমন কিছু ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions তালিকা দেওয়া হলো যা আমরা নিজেরা প্রতিদিন ব্যবহার করি এবং যা আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে দারুণভাবে সাহায্য করবে।:
এক্সটেনশনের নাম | প্রধান কাজ | কাদের জন্য বেশি দরকারি |
Facebook Pixel Helper | ফেসবুক পিক্সেল ও ইভেন্ট চেক করা | পেইড মার্কেটার, ই-কমার্স ওনার |
Grammarly | গ্রামার ও বানান ভুল সংশোধন করা | সকল ডিজিটাল প্রফেশনাল |
Google Tag Assistant | গুগল ট্যাগ (Analytics, Ads) চেক করা | PPC মার্কেটার, অ্যানালিস্ট |
Wappalyzer | ওয়েবসাইটের টেকনোলজি খুঁজে বের করা | ওয়েব ডেভেলপার, মার্কেটার |
TubeBuddy | ইউটিউব SEO এবং চ্যানেল অ্যানালাইসিস | ইউটিউবার, ভিডিও মার্কেটার |
Similar Sites | একই ধরনের ওয়েবসাইট খুঁজে বের করা | সকল মার্কেটার |
Redirect Path | ওয়েবপেজের Redirect চেইন দেখা | SEO এক্সপার্ট |
MozBar | DA, PA এবং SEO মেট্রিকস দেখা | SEO এক্সপার্ট |
Evernote Web Clipper | আর্টিকেল, ছবি ও তথ্য সেভ করা | কন্টেন্ট ক্রিয়েটর, রিসার্চার |
Data Layer Checker | Google Tag Manager-এর Data Layer চেক করা | GTM এক্সপার্ট, অ্যানালিস্ট |
SEO META in 1 CLICK | দ্রুত On-Page SEO অডিট করা | SEO এক্সপার্ট, কন্টেন্ট রাইটার |
ColorZilla | ওয়েবসাইট থেকে কালার পিক করা | ডিজাইনার, ডেভেলপার |
Web Paint | ওয়েবপেজের উপর আঁকা বা হাইলাইট করা | ট্রেইনার, টিউটোরিয়াল ক্রিয়েটর |
Microsoft Clarity | দ্রুত Heatmap ও Session Recording দেখা | UI/UX ডিজাইনার, মার্কেটার |
Redirect Path | URL Redirect স্ট্যাটাস চেক করা | SEO স্পেশালিস্ট |
ডিজিটাল মার্কেটিং মানে শুধু কৌশল জানা নয়, সঠিক টুলস ব্যবহার করে সময় বাঁচানো এবং স্মার্টভাবে কাজ করাও এর একটি বড় অংশ। এই Chrome Extension-গুলো আপনার দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দেবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে।এই ডিজিটাল মার্কেটারদের জন্য Chrome Extensions আপনার মার্কেটিং কৌশলকে শক্তিশালী করবে।
আজই আপনার প্রয়োজনীয় এক্সটেনশনগুলো ইনস্টল করে নিন এবং দেখুন আপনার কাজের গতি কতটা বেড়ে যায়।
এই তালিকার বাইরেও কি আপনি কোনো দরকারি এক্সটেনশন ব্যবহার করেন? কমেন্ট করে আমাদের জানান