বিজনেসের জন্যে ফেসবুকে পেজ খোলার সঠিক নিয়ম (পর্ব-১, ক্লাসিক মুড)

বাংলাদেশে সোশাল মিডিয়া মার্কেটিং বলতে এখন পর্যন্ত ফেসবুক মার্কেটিংই সবচেয়ে এগিয়ে । তাই আপনার অনলাইন বিজনেসের জন্যে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা খুবই গুরুত্ত্বপূর্ন।  ফেসবুক পেজ খোলা কম বেশি সবাই হয়তো পারে । তবে একটি বিজনেসের জন্যে পার্ফেক্ট পেজ খোলার ক্ষেত্রে এমন কিছু বিষয় খেয়াল রাখা উচিৎ যা আপনার ফেসবুক পেজকে একটি প্রফেশনাল লুক দেবে । অল্প কিছু সময় নিয়ে এই লেখাটি পুরো পরলে আপনিও আপনার বিজনেসের জন্যে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন । 

ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বড় সোশ্যাল প্লাটফরম যেখানে সবধরনের ক্রেতা বা গ্রাহক বিচরণ করে। সেখানে আপনি খুব সহজেই আপনার ক্রেতা বা গ্রাহক খুজে পেয়ে যাবেন।

কিন্তু গতানুগতিক নিয়মে এই প্লাটফরমে মার্কেটিং করে হয়তো সাময়িক কিছু সফলতা পাওয়া গেলেও দীর্ঘ মেয়াদে কঠিন। কারণ সবাই আপনার মতই তাদের পন্য নিয়ে মার্কেটিং করছে বা করবে। তাই প্রতিদ্বন্দিতায় ভালো করতে হলে এখানে খুবই পরিকল্পিত ও কৌশলীভাবে কাজ করতে হবে। ফেসবুক মার্কেটিং এর ৯০% – ই অপরিকল্পিত যা ব্যাক্তি পর্যায়ে অনভিজ্ঞ বুষ্টিং এর মাধ্যমে হয়ে থাকে । ১০০% ফলাফল পেতে প্রয়োজনে অভিজ্ঞদের সহযোগীতা নেওয়া যেতে পারে।

আপনার ফেসবুক ব্যবসায়িক পেজটি আকর্ষনীয় ও প্রফেশনাল হওয়া জরুরী, অর্থাৎ লুকটি প্রফেশনাল হতে হবে।

চলুন দেখে আসি বিজনেসের জন্যে ফেসবুকে পেজ খোলার সঠিক ধাপ গুলি :বর্তমানে ফেসবুকের দুটি মুড চালু আছে। ক্লাসিক মুড ও নিউ ফেসবুক মুড।আজ আমরা ক্লাসিক মুড নিয়ে আলোচনা করবো।

  1. Page Create করা
  2. পেজের Category নির্বাচন
  3. Page Name নির্ধারন
  4. ব্যবসার Category নির্বাচন
  5. Profile Picture সেট করা
  6. Cover Photo সেট করা
  7. About লেখা
  8. Page Info লেখা
  9. Settings ঠিক করা
  10. Call–To–Action বাটন যুক্ত করা

১. Page Create  করা :

ক্লাসিক মুড এ কয়েকভাবে আপনি Page Create করতে পারেন।

প্রথমত, আপনার পারসনাল একাউন্ট এর সার্চ বারের Home এর পাশে “Create” বাটনটি আছে নিচের দেওয়া ছবির মত করে।­

আপনি “Create” এ ক্লিক করলে আর একটি পপআপ মেনু আসবে নিচে দেওয়া ছবির মত।

এখানে “Page” লিখা অপশনে ক্লিক করে আপনি Business Facebook Page Create শুরু করতে পারেন। 

দ্বিতীয়ত, আপনার পারসনাল একাউন্ট এর বাম পার্শ্বে পতাকার ছবি সমৃদ্ধ “Pages” লিখা অপশন এ ক্লিক করেও আপনি Business Facebook Page Create শুরু করতে পারেন।

“Pages” লিখা অপশনে ক্লিক করলে আর একটি নতুন উইনডো ওপেন হবে নিচে দেওয়া ছবির মত।

এখানে “Create Page” লিখা অপশনে এ ক্লিক করেও আপনি  Business Facebook Page Create শুরু করতে পারেন।

তৃতীয়ত, আপনি সার্চ আপশনে “Create Page” লিখে সার্চ দিলে নিচের ছবির মত অপশন আসবে।

এই দুটি অপশনের প্রথমটিতে ক্লিক করেও আপনি Business Facebook Page Create শুরু করতে পারেন।

আর দ্বিতীয় অপশন “Pages” ক্লিক করলে আর একটি নতুন উইনডো ওপেন হবে নিচে দেওয়া ছবির মত।

এখানে “Create Page” লিখা এ ক্লিক করেও আপনি পেজ ক্রিয়েট শুরু করতে পারেন।

২. পেজের Category নির্বাচন :

ফেসবুক তাদের পেজ দুই Category তে ভাগ করেছে- Business or Brand ও Community or Public Figure । যেহেতু আমরা Business পেজ খুলবো তাই আমরা “Business or Brand” পেজ এর “Get Started” এ ক্লিক করবো নিম্নের চিত্রের মত। 

৩. Page Name নির্ধারন :

এই ধাপে আপনাকে আপনার ব্যবসার জন্য সবচেয়ে ইউনিক, শ্রুতিমধুর, সহজে মনে রাখা যায় ও আপনার ব্যবসাকে রিপ্রেজেন্ট করে এমন নাম ঠিক করতে হবে। নাম নির্ধারনের ক্ষেত্রে অবশ্যই চেক করে নিতে হবে যে নামটি পূর্ব থেকে কারো নেওয়া আছে কিনা। থাকলে কিছু পরিবর্তন করে দেখা যেতে পারে। ফেসবুকে একই নামে একাধিক পেজ খোলা যায়। কিন্তু পরবর্তীতে আপনার ক্রেতা আপনাকে খুজতে গিয়ে অন্যের পেজে চলে যেতে পারে। তাই ইউনিক নাম জরুরী। নাম আপনি বাংলা ইংলিশ বা যেকোন ভাষায় দিতে পারেন। নিম্নের চিত্রের স্থানে আপনাকে নাম বসাতে হবে। 

৪. ব্যবসার Category নির্বাচন :

এবার আপনাকে আপনার ব্যবসার ধরন নির্বাচন করতে হবে। ব্যবসার ধরনের প্রথম দু-তিনটে অক্ষর চাপতেই ফেসবুক আপনাকে সাজেশন দিতে থাকবে। আপনি একাধিক ক্যাটাগরি নির্বাচন করতে পারেন। তবে অবশ্যই সুনির্দিষ্ট করে দেওয়া ভালো। এত ফেসবুক বুঝবে আপনার ব্যবসার ধরণ কি এবং সেধরনের ব্যবসা যারা খুঁজবে তাদের সামনে আপনার পেজ হাজির করবে। এরপর “Continue” এ ক্লিক করুন নিম্নের চিত্রের মত।

৫. Profile Picture সেট করা :

এবার আপনার ব্যবসার লোগো  বা এমন ছবি সেট করতে হবে যা  আপনার ক্রেতার কাছে আপনার ব্যবসাকে সহজে বুঝতে সাহায্য করে। নিচের ছবির মত করে ছবি আপলোড দিলেই নির্দিষ্ট জায়গায় সেট হয়ে যাবে।

৬. Cover Photo সেট করা :

প্রোফাইল ফটোর মত পেজের কাভার ফটো নিম্নে ছবির মত করে আপলোড করলে নির্দিষ্ট স্থানে সেট হয়ে যাবে।

 ৭. About লেখা :

আপনার পেজ তৈরী হয়ে গেছে যা দেখতে নিম্নের চিত্রের ন্যায় হবে।

নিম্নের চিত্রের ন্যায় See more-এ ক্লিক করে About –এ চলে যাব।

নিম্নের চিত্রের ন্যায় About –এ ক্লিক করে পাচটি বিষয় আপনাকে ঠিক করে দিতে হবে।

প্রথমত User Name। ক্রেতা টাইপ করে যাতে সহজেই আপনার পেজ খুজে পায় সেজন্য আপনাকে User Name সেট করতে হবে।

২য়, ৩য় ও ৪র্থ তে আপনাকে ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও অয়েবে এড্রেস (যদি থাকে) যুক্ত করতে হবে।

৫ম তে Our Story সেকশনটা ভালো ভাবে সাজাতে হবে। প্রয়োজনীয় লোগো বা ব্যবসাকে রিপ্রেজেন্ট করে এমন ছবি ও আপনার পেজ খোলার কারণ, ইতিহাস, লক্ষ, উদ্দেশ্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে।

৮. Page Info লেখা :

নিম্নের চিত্রের ন্যায় Edit Page Info –এ ক্লিক করে পাচটি বিষয় আপনাকে ঠিক করে দিতে হবে।

প্রথমত Description । ক্রেতাকে আপনার ব্যবসায়ীক পেজের একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে যাতে সে সহজেই আপনার ব্যবসা ও পেজ সম্পর্কে স্বচ্ছ ধারনা পেয়ে যায়।

দ্বিতীয়ত, ব্যবসার ঠিকানা সহজবোধ্য ভাবে বর্ণনা দিলে ক্রেতা সহজেই ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে।

তৃতীয়ত, ম্যাপে ব্যবসার লোকেশন সেট করে দিলে ক্রেতা আসার ক্ষেত্রে ম্যাপ তাকে সাহায্য করবে।

চতুর্থত, আপনার ব্যবসায়ীক এরিয়া সেট করে দিলে ক্রেতা সহজেই বুঝে যাবে যে সে আপনার সার্ভিস নিতে পারবে কিনা এবং সে আনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

পঞ্চমত, আপনার সার্ভিস টাইম সেট করে দিলে ক্রেতা সে অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করবে।

৯. Settings ঠিক করা :

এবার চিত্রের ন্যায় সেটিং এ ক্লিক করি।

Facebook Page Settings >>

পেজ সেটিং অনেক বড় একটি বিষয়। এখানে গুরুত্বপূর্ন কয়েকটি টপিকে শুধু আলোকপাত করবো।

> Page Roles : সেটিং এর একটি গুরুত্বপূর্ন অংশ হলো Page Roles । এই অপশনের মাধ্যমে চাইলে আপনি পেজের দায়িত্ব অন্য কাউকে/প্রতিষ্ঠানকে দিতে পারবেন। যেহেতু আপনি ব্যবসায়ী, সেহেতু আপনি ব্যস্ত থাকতেই পারেন। আপনার হয়ে আপনার পেজের সমস্ত দায়িত্ব পালন করতে পারে কোন ব্যাক্তি বা প্রফেশনাল কোন প্রতিষ্ঠান। এতে আপনার সময় বাঁচবে।

>Messaging এবং Advance Messaging –এর মাধ্যমে আপনি আপনার ক্রেতাকে তাৎক্ষনিক মেসেজের রিপ্লে করতে পারেন নিজে মেসেজ না করেও। এছাড়াও আপনি ছুটিতে বা ভ্রমনে থাকা অবস্থায় আপনার ক্রেতাকে এই সয়ংক্রিয় পদ্ধতিতে মেসেজ দিয়ে কানেকটেডে রাখতে পারেন পেজে।

>General অপশনের ভিতরে কিছু অপশন নিয়ে কথা বলি। যেমন:

>>Page Visibility: পেজ ক্রিয়েট হওয়ার পরে পেজ Publish থাকে। আপনি চাইলে এই অপশন থেকে পেজকে Unpublished রেখে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপর Publish করতে পারেন।

এছাড়াও আরো অপশন আছে যা আপনাদের প্রয়োজনমত আপনারা সেট করে নিতে পারেন। কিভাবে নোটিফিকেশন পেতে চান? পেজে অণ্য কাউকে পোষ্ট করতে দিতে চান কিনা, কোন নির্দিষ্ট বয়সকে পেজ থেকে দূরে রাখতে চান কিনা ইত্যাদি।

১০. Call–To–Action বাটন যুক্ত করা :

নিম্নের চিত্রের ন্যায় Add a Button-এ ক্লিক করে

আপনি চাইলে ইচ্ছেমত বিভিন্ন বাটন যুক্ত করতে পারবেন। যেমনঃ Book Now, Contact Us, Sign Up, Send Message, Send Email, Call Now, Whats App, Watch Video, Learn More,  Shop Now, See Offer, Buy Gift Card, Order Food, Use App অথবা  Play Game। আপনার যে বাটনটি প্রয়োজন সে বাটনটি যুক্ত করুন। এই প্রত্যেকটি বাটনে প্রয়োজনীয় লিঙ্ক যুক্ত করা যায়। তাই ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধির জন্য এ বাটনটি ব্যবহার করতে পারেন।

আশা করি সংক্ষেপে আপনার বিজনেসের জন্যে ফেসবুকে পেজ খোলার সঠিক নিয়ম গুলি দিতে পেরেছি। এছাড়াও আপনার ফেসবুক মার্কেটিং এর ব্যপারে কোন প্রকার সাহায্যের প্রয়োজন হলে IMBD Agency সর্বদাই আপনার পাশে আছে । ফেসবুক পেজ সংক্রান্ত যেকোন সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । এছাড়াও জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেঃ Digital Marketing Club by IMBD Agency

Subscribe
Notify of
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohammed Jasim uddin
Mohammed Jasim uddin
4 years ago

অনেক ধন‍্যবাদ আপনার সুচিন্তিত পরামর্শের জন‍্য।

rony
Admin
Reply to  Mohammed Jasim uddin
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য

Sadek
Sadek
3 years ago

Thank you

মো: হেলাল উদ্দিন
মো: হেলাল উদ্দিন
3 years ago

খুব ভালো আর্টিকেল। পেজ অর্গানিক ট্রাপিক আনার কৌশল নিয়ে লেখার জন্য অনুরোধ রইল।

Md. Emran Hossain
Md. Emran Hossain
2 years ago

not shown sample image to easy understanding. Can you please advise?

Roni Islam
Roni Islam
1 year ago

এই পোস্ট টি পড়ে অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম। আমি আপনাদের ওয়েবসাইট থেকে অনেক কিছু শিখতে পারি। এবং আমি আমার ব্লগ সাইট এর মাদ্ধমে আমার স্কিল গুলো শেয়ার করে থাকি। ধন্যবাদ 

Grid Gallery with Preview Panel

NetCom

From stagnant presence to a leading digital education hub — we transformed NetCom Learning Bangladesh’s Facebook platform into a high-traction engagement machine with 400K+ followers and 20K+ student registrations in record time

PAIN POINT

The brand needed to build massive awareness, authority, and active engagement in a highly competitive ed-tech market

The goals were ambitious — cross 30K subscribers, 400K+ followers, and convert 20K+ interested learners into actual registrations — all within a tight window

PROCESS

Strategic Brand & Audience Analysis

Identified core student personas and mapped emotional triggers

Creative Content Engine

Developed high-conversion visual content and relatable storytelling to dominate feeds

Full-funnel Campaign Planning

Focused on awareness, engagement, and lead nurturing in synced motion

Meta Ads & PPC Domination

Performance-driven ad funnels targeting interest clusters across education niches

Lead Capture & Conversion Optimization

Streamlined registration flow and CTAs that turned clicks into sign-ups

Grid Gallery with Preview Panel

HURDCO

We elevated HURDCO International School’s digital image by crafting a powerful audio-visual narrative and launching a high-impact awareness campaign—transforming a traditional institution into a modern, media-savvy educational icon

PAIN POINT

HURDCO needed to strengthen its digital presence and connect emotionally with modern parents and students. They lacked engaging, quality visuals and struggled to communicate their prestige and values online

Our goal was to build massive awareness, position the school as a trusted academic leader, and generate strong public sentiment using premium AV content.

PROCESS

Strategic Brand & Competitor Analysis

Mapped positioning gaps and storytelling opportunities in the educational landscape.

AV Planning & Production

Scripted and produced a compelling OVC to reflect HURDCO’s culture, vision, and excellence.

Targeted Awareness Campaigns

Deployed multi-tier Meta Ads targeting parents, educators, and alumni communities.

Sentiment Building

Drove positive engagement through curated storytelling and brand narrative.

Performance Monitoring & Optimization

Continuously tweaked messaging, placements, and creatives for maximum impact.

SK Corporation

From a modest brand to a multi-outlet powerhouse — we propelled SK Corporation’s growth through cinematic content, high-converting digital campaigns, and smart software solutions that scaled their operations and visibility across Dhaka.

PAIN POINT

SK Corporation needed strong market positioning, digital infrastructure, and aggressive sales traction to compete and grow in a saturated retail environment. Their objectives included reaching mass audiences, generating profitable conversions, and building a solid operational backbone to manage internal growth as they expanded outlets.

Execution Process

Strategic Planning & Market Research

Defined positioning, key value props, and customer acquisition roadmap.

OVCs & Visual Content Production

Developed a compelling suite of videos that humanized the brand and boosted shareability.

High-Impact Campaigns

Executed sales and engagement campaigns with strong ROI, targeting both retail and digital audiences.

Website Development

Created a user-centric, responsive platform showcasing their products and corporate profile.

Custom HRM Software

Built an internal HRM system to streamline employee tracking, payroll, and outlet-level coordination.

Scalability Focus

Enabled their operational and digital ecosystem to support expansion — now spanning 3 successful outlets in Dhaka

AccuChek - Radiant Pharmaceuticals

We elevated Chek Diabetes from a product line into a recognizable health brand—by shaping a consistent voice, producing impactful visuals, and executing awareness-driven content strategies that reached audiences nationwide.

PAIN POINT

Despite a quality product, Chek Diabetes lacked strong brand recall and digital presence. The core objective was to establish trust, increase product familiarity, and make Chek Diabetes a household name in diabetic care across Bangladesh.

Execution Process

Strategic Monthly Content Planning

Developed a mix of educational, promotional, and awareness-based themes.

Product-Centric Messaging

Positioned each product with problem-solution narratives that resonated with real-life diabetic scenarios.

Static & Dynamic Content Creation

Crafted thumb-stopping designs and videos that simplified medical concepts for broader reach.

Consistent Brand Voice

Maintained a clean, clinical-yet-approachable tone across all digital touchpoints to build trust and recall.