কন্টেন্ট এর মুল্য কন্টেন্ট এর Requirements এর উপর নির্ভর করে । উপরক্ত হারে কন্টেন্ট এর মুল্য শুরু হয় ।
দিন হিসেবে ফেসবুক এ্যাডে কোন প্যাকেজ নেই । আপনি আপনার বাজেট অনুযায়ী ফেসবুকে এ্যাড দিতে পারেন।
দৈনিক সর্বনিম্ন ১ ডলার করে ফেসবুক এ্যাড দেওয়া যায়। কিন্তু আমাদের এজেন্সির মাধ্যমে এ্যাড দিতে গেলে ডলারের সাথে আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য।
বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, সমসাময়িক অ্যাড এর পরিমান ইত্যাদির উপর ভিত্তি করে ফেইসবুকে সাধারণত ৫০০০ টাকার বাজেটে ৮০০ থেকে ৩০০০ ক্লিক হতে পারে। এবং প্রতি ক্লিকে ১০০০ বার করে দেখানো হিসেবে মোটামুটি ১ থেকে ২ লক্ষ বার ফেসবুক এটি ইউজারদের কাছে দেখাবে । এছাড়া ৫০ পার্সেন্ট কনটেন্ট এবং ৫০ পার্সেন্ট টার্গেট এর উপর ভিত্তি করে ফেসবুক পারফরম্যান্স কাজ করে।
উত্তরটি হচ্ছে না। আপনি যদি ডলার পরিমাণ নির্দিষ্ট রেখে এ্যাডের সময় বাড়িয়ে দেন, সে ক্ষেত্রে ফেসবুক দিন প্রতি এ্যাডটি দেখানোর হার কমিয়ে দিবে। অর্থাৎ আপনি ৫০০০ টাকায় ৩ দিনে যে ক্লিক পাবেন মোটামুটি ১০ দিনে ঐ পরিমাণ টাকার জন্য সে একই ক্লিক পাবেন। এতে বিশেষ কোন সুবিধা নেই।
ফেইসবুকের এ্যাড দেখানোর ফর্মুলা:
এ্যাড পারফরর্মেন্স = (বাজেট/সময়) X কোয়ালিটি স্কোর অর্থাৎ
বাজেট বাড়ালে পারফরর্মেন্স বাড়বে (সময় ও কোয়ালিটি একই হলে)
সময় বাড়ালে পারফরর্মেন্স কমবে (বাজেট ও কোয়ালিটি একই হলে)
কোয়ালিটি বেড়ে গেলে পারফরর্মেন্স বাড়বে (বাজেট ও সময় একই হলে)
নির্দিষ্টভাবে এই সংখ্যাটি বলা যাচ্ছে না। আর এটি নির্ভর করবে আপনার পণ্য বা সেবার উপর। এ্যাড চালুর পর ভিজিটররা আপনার পেইজে ভিজিট করবে। তাদের কাছে আপনার পণ্য বা সেবাটি ভাল লাগলে তারা আপনার পেইজে লাইক দিবে । অর্থাৎ আপনি যদি ৫০০ টাকার এ্যাড চালান তাহলে ২০০০+ ভিজিটর আপনার পেজটি ভিজিট করবে। তাদের মধ্যে যাদের আপনার পণ্য বা সেবা টি ভালো লাগবে তারাই আপনার পেজটি লাইক দিবে বা ফ্যান হবে।
এ্যাড সাবমিটের পরে ফেইসবুক এ্যাপ্রুভ করে লাইভ করে দেয়। যদিও ৯০% এ্যাড ২০ মিনিটের মধ্যেই চলতে শুরু করে কিছু এ্যাড লাইভ হতে সর্বোচ্চ ৭২ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে।
এ্যাড তৈরীর সময় দুইটি অপশন দেয়া হয়। সেখান থেকে সুবিধামতো বিলিং অপশন বেছে নিতে পারেন।:- (১) ক্লিকের হিসেব (CPC): যখন কোন ফেইসবুক ব্যাবহারকারী আপনার এ্যাডটি দেখে এ্যাডটিতে ক্লিক করবে, তখন ফেইসবুক চার্জ করবে। (বাংলাদেশের জন্য প্রতি ক্লিকের খরচ সাধারনত $.03-$.50 (২) ইম্প্রেশনের হিসেব (CPM): প্রতি ১০০০ বার দেখানোর জন্য। (বাংলাদেশের জন্য প্রতি ১০০০ বার দেখানোর খরচ সাধারনত $.01-$.35)
এটি একান্তই আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে এ্যাডটি ৩দিন, ৫দিন, ১ মাস ইত্যাদি মেয়াদে চালাতে পারেন বাজেট অনুযায়ি।
আমরা দৈনিক আপনার পেজের এ্যাড রিপোর্ট টি স্ক্রিনশর্ট আকারে আপনাকে প্রদান করব। যাতে খরচ সম্পর্কিত আপডেটটি আপনি জানতে পারেন।